নির্বাচন কেমন হবে জানতে চেয়েছেন সুরেশ প্রভু

প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায়। ভারতের শিল্প, বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর একটি হোটেলে সুরেশ প্রভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সেতুমন্ত্রী এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, সুরেশ প্রভু আশা প্রকাশ করেছেন বাংলাদেশে যেন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে ও উন্নয়নের ধারা অব্যাহত থাকে। ভারতে যেমন নির্বাচন হয় বাংলাদেশও তেমন নির্বাচন হবে বলে তারা আশা করছেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কেমন হবে, পরিবেশ কেমন হবে সুরেশ প্রভু তা জানতে চেয়েছেন। আমি বলেছি, আমি বিশ্বাস করি আমাদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় বলেন, আমাদের কিছু বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে। যেমন, গুজব সন্ত্রাস। গুজব আমাদের সামাজিক গণমাধ্যমে ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। এর বিস্তার রোধে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। বাংলাদেশ ও ভারত এর ওপর গুরুত্ব দিচ্ছে। নির্বাচন উপলক্ষে সুরেশ প্রভু বাংলাদেশে আসেননি জানিয়ে কাদের বলেন, তিনি এসেছেন দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও উভয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরো জোরদার করতে, আরো উন্নত করতে।