নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

নরসিংদী : বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংর্ঘষে নরসিংদীর শিবপুরে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়িরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সজল (২০), সিগ্ধা (৮), প্রান্তিকা (৬) ও বৃষ্টি (৭)। তাদের সবার বাড়ি চাঁদপুর জেলার মতলবে।

নিহত অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে রায়পুরা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেকে নিয়ে একটি মাইক্রোবাস চাঁদপুর যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়িরটেক এলাকায় পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ওপর উঠিয়ে দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী মারা যান। বর-কনেসহ আহত হন আরও ১৭ যাত্রী। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

এদিকে আহতদের অবস্থার অবনতি হওয়ায় বর-কনে ও নারী ও শিশুসহ ১৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে আরও তিনজন মারা যান।

সব খবর/ নরসিংদী/ ১৪ আগষ্ট ২০১৮/ নিউজ ডেস্ক