স্টাফ রিপোর্টার : সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দেওয়ান নাঈম হোসেন (৩০) নামে এক লরি চালক হয়েছেন।
নিহত নাঈম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া এলাকার মৃত. দেওয়ান আব্দুস সালামের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে নাঈম হোসেনের বন্ধু লাল মিয়া নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
লাল মিয়া সাংবাদিকদের জানান, বাংলাদেশ সময় অনুযায়ি বুধবার মধ্যরাতে রিয়াদে সড়ক দুর্ঘটনায় নাঈমের মৃত্যু হয়। মৃত্যুর পরপরই নাঈমের মোবাইল ফোন থেকেই পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়টি জানানো হয়।
তিনি আরো জানান, প্রায় ৬ মাস আগে সৌদি আরবের রিয়াদে পাড়ি জমায় নাঈম। শুরুর দিকে হোটেলে চাকুরী করার পর অল্প কিছুদিন ধরে সে লরি চালক হিসেবে নতুন চাকুরী নেয়। যথাযথ পক্রিয়া মাধ্যমে নাঈমের লাশ দেশে আনা হবে।
এদিকে নাঈমের মৃত্যুর খবরে তার পরিবার ও নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক জীবনে নাঈম স্ত্রী ও সন্তানের জনক।
সব খবর/ মানিকগঞ্জ/ সাটুরিয়া/ ১১ জানুয়ারি ২০১৮/ লিটন