সাংবাদিক কালামের মৃত্যুতে শোকসভা

স্টাফ রিপোর্টার : দৈনিক সংবাদের মানিকগঞ্জ প্রতিনিধি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ আবুল কালাম বিশ্বাসের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব মিলনায়তনে শোকসভায় মরহুমের স্মৃতিচারণ করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রাক্তন সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত আবুল কালাম বিশ্বাসের ছোট ভাই জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম ও মতিউর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, যুগ্ম সম্পাদক বিএম খোরশেদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ভিকু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহকারী সম্পাদক শহিদুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক আরএস মঞ্জুর রহমান, নির্বাহী সদস্য আব্দুল মোমিন, সাংবাদিক কাবুল উদ্দিন খান প্রমুখ।

বক্তারা বলেন, কালাম বিশ্বাস ছিলেন চারণ সাংবাদিক। যেখানেই সংবাদ সেখানেই ছুটে যেতেন তিনি। তার অকাল মৃত্যুতে মানিকগঞ্জের সংবাদ জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে।

গত বৃহস্পতিবার ডায়াবেটিস ও কিডনীজনিত রোগে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪৩ বছর বয়সে মারা যান তিনি।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৫ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন