শিবালয়ে সাংস্কৃতিক সপ্তাহ পালন

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘দৈনিক বাংলাদেশের খবর’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ রেজাউর রহমান খান জানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আলহাজ এস এম শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী চৌধুরী টুলু, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মাসুদুল হক চৌধুরী, মেহেদী হাসান মজিদ, ইসমাঈল সিকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান মৃধা, সায়েদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেজবাহ উদ্দিন বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণের ওপর গুরত্বারোপ করেন।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরাইরা আজাদ।

২৩ জানুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়।

সব খবর/ মানিকগঞ্জ/ শিবালয়/ ২৯ জানুয়ারি ২০১৮/ লিটন