স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন, জেলা পরিষদের সদস্য আবুল বাশার, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সোবহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামালগীর আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও পুটাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২২ জানুয়ারি ২০১৮/ লিটন