ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতে নগরীর কালিবাড়ী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর কৃষ্টপুর এলাকার মামুন মিয়ার ছেলে মো. রনি (৩০) ও বাসবাড়ি কলোনির সিরাজ আলীর ছেলে আনোয়ার হোসেন আনার (৩৮)।
নিহত দু’জনের নামে একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, কালিবাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য কেনাবেচা করছে এমন খবরে রাত পৌনে ২টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১৭৫০ ইয়াবা ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
সব খবর/ ময়মনসিংহ/ ১২ জুন ২০১৮/ লিটন