
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনা নতুন মোড় নিয়েছেন। এ হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছেন মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আকতার। এ ঘটনায় নতুন মামলা হবে। মামলায় এক নম্বর আসামি হবেন তার স্বামী ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার। নতুন মামলার বাদী হতে পারেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
বুধবার সকালের ঢাকায় পিবিআইয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ও পুলিশের উপ মহাপরিদর্শক বনজ কুমার মজুদার এ কথা বলেন। তিনি বলেন, পুরোনা মামলার চূড়ান্ত প্রতিবেদন আজই আদালতে দেওয়া হবে। নতুন মামলার বাদী হতে পারেন মিতুর বাবা।