স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাওন আহমেদ লিখন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে লিখনের মরদেহ নদী থেকে উদ্ধার করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।
লিখন মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
মানিকগঞ্জ ফায়ার ষ্টেশনের ফায়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, দুপুরে পরিবারের অন্য সদস্যদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় লিখন। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ঘন্টা চেষ্টার পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৭ মে ২০১৮/ লিটন