স্টাফ রিপোর্টার : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, যারা গান করেন এবং গান শুনেন তারা কখানো মানুষের ক্ষতি করতে পারেন না। এরা সহজ-সহল কোমল মনের মানুষ হয়ে থাকেন। সকল অপরাধ-অপকর্ম সংস্কৃতির মাধ্যমে উৎপাটন করা সম্ভব।
সোমবার রাত সাড়ে ১১ টারদিকে কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি‘র নিজ বাড়ি সিংগাইর উপজেলার জয়মন্টপ-ভাকুম গ্রামে নির্মাণাধীন বাউল কমপ্লেক্সে ৩ দিনব্যাপি মধুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ব্যাপক উন্নয়নের কারণে প্রত্যেক মানুষের হাতে এখন মোবাইল ফোন। তাই মানুষ সভা-সমাবেশে হাতে তালি দিতে পারেন না। মানুষের জীবন-মানের পরিবর্তন ঘটায় এমনটি হয়েছে। ভাত-কাপরের চাহিদা মেটানোর পর দেশের মানুষ অতিরিক্ত খরচ করে মোবাইল ফোনে গল্প করেন। এ সবই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের অবদান।
মন্ত্রী বলেন, প্রতি বছরই আমার বোন মমতাজের আমন্ত্রণে এ মেলায় আপনাদের সাথে দেখা করতে এবং গান শুনতে ছুটে আসি। এতে আমার খুবই ভালো লাগে।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের প্রয়াত পিতা আলহাজ্ব মধু বয়াতির স্মরণে ১৭তম এ মেলায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মমতাজ বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাগণসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মেলাকে কেন্দ্র ওই এলাকাসহ পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। মেলাপ্রাঙ্গণে বিভিন্ন দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। বিনোদনের জন্য রয়েছে নাগর দোলা, ইলেকট্রিক নৌকা, মিনিট্রেনসহ শিশুদের নানা রাইডস।মেলায় ভারতের পশ্চিমবঙ্গ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল শিল্পীরা লোকজ সংগীত ও পালাগান পরিবেশন করছেন।