দস্যি মেয়ে তানহা

সব খবর ডেস্ক : ‘এই চেপে যা- না হলে কানের নিচে দিমু।’ লাক্স তারকা অভিনেত্রী তানিন তানহার এমন কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে যায় এফএস নাঈম। এরপর তানিন প্রশ্ন করে, ‘নাম কি?’ নাম শুনেই তানিন বলেন, ‘কাল থেকে তুই আমার লগে থাকবি।’ দৃশ্যটি বাস্তব জীবনের নয়, ‘আপন মানুষ’ নাটকের।

‘আপন মানুষ’ একক নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। এতে একজন দস্যি মেয়ের চরিত্রে দেখা যাবে তানহাকে। আর তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম।

চরিত্র প্রসঙ্গে তানিন তানহা বলেন, ‘নাটকের গল্পে আমি স্কুটি চালাই, মারামারি করি, কাউকে পাত্তা দেই না, কোনো ছেলে উত্যক্ত করলে তাকে কষে চড় মারি। বলতে পারেন- সবসময় দস্যিপনায় মেতে থাকি। কিন্তু এত সবের বাইরেও আমার ব্যক্তিগত জীবনটা ভিন্ন। গল্পটা প্রেমের তবে ভিন্ন ঘরানার। এ ধরণের কাজ আমি প্রথম করলাম। সত্যিকার অর্থে গল্পটা পুরোপুরি কাউকে বলতে গেলে, শরীরে কাঁটা দিয়ে ওঠে।’

গল্প প্রসঙ্গে  নির্মাতা ইশতিয়াক আহমেদ বলেন, ‘বর্তমান সময়ে কিছু তরুণী রয়েছে, যারা টম বয় প্রকৃতির। ওরা স্কুটি চালায়, ছেলেদের ফাপরের মধ্যে রাখে। রাস্তায় অনেক ছেলের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, ধূমপান করছে, কাউকেই পরোয়া করে না। এই মেয়েদের একটি পরিবার আছে, ব্যক্তিগত জীবন আছে। এরা তো জন্ম থেকেই এই স্বভাবের না বরং পারিপার্শ্বিক পরিবেশ থেকে এভাবে গড়ে ওঠেছে। অথচ এরাও ভালোবাসা পেলে জীবনটা পাল্টে ফেলতে পারে। এই ধরণের মেয়েদের মনে কিছু ভুল ধারণা আছে। এ ভুল ভাবনাগুলো মূলত ভাঙানো হয়েছে এই নাটকের গল্পে।’

তিনি আরো বলেন, ‘নাঈম বরাবরই ভালো অভিনয় করে। যদিও গল্পটি মেয়ে চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠেছে। তারপরও নাঈম যথেষ্ট ভালোভাবে নিজেকে উপস্থাপন করেছে। শুটিংয়ের সময় নাঈম কাদা মাটি হয়ে যায়, ওকে যেভাবে কাজ করতে বলবেন ও সেভাবেই নিজেকে মেলে দিবে। আর তানিন প্রধান মেয়ে চরিত্রটি রূপায়ন করেছে। ও চমৎকার পারফরম্যান্স করেছে।’

নগরীর ধানমন্ডি, বিজয় সরণি, উত্তরা ও আশুলিয়ায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে।