ভোলায় ৭ বোতল বিদেশী মদসহ দম্পতি আটক

ভোলা প্রতিনিধিঃ: অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে ৭ বোতল বিদেশী মদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।

ডিবি অফিস সূত্র জানায়, ১৭ মে সকাল পৌনে ৮টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এস আই মোঃ আসাদুজ্জামান খান সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ পাসপোর্ট অফিস ভোলা এর সামনে থেকে ওই দু্ইজনকে আটক করেন।

এরা হচ্ছে- ভোলা সদর মডেল থানার আলীনগর ইউনিয়নের মৌটুবী গ্রামের ৯নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে মোঃ শাহীন হাওলাদার (২৮) ও শাহীন হাওলাদারের স্ত্রী মোসাঃ জেসমিন (২০)। গ্রেফতারের সময় এদের কাছ থেকে ৭ বোতল বিদেশী মদ পাওয়া যায়।

শাহীন হাওলাদারের স্ত্রী মোসাঃ জেসমিন (২০) এর বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানার ক্ষুদ্ধ জয়পুর গ্রামের ৯নং ওয়ার্ডে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। আসামি মোঃ শাহীন হাওলাদার এর বিরুদ্ধে ইতিপূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে।