ফেসবুক লগআউট করতে ভুলে গেলে

প্রযুক্তি ডেস্ক:  মোবাইল বা অন্যকোনও ডিভাইসে ফেসবুকে লগইন করেছেন কিন্তু লগআউট করতে ভুলে গেছেন বা ওই ডিভাইসটি হারিয়ে গেছে। এমন অবস্থায় বিকল্প পদ্ধতি অনুসরণ করে আপনি দূর থেকেও লগআউট করতে পারেন।

বিকল্প পদ্ধতিগুলো হল:

১. ফেসবুক মেনু থেকে সেটিংস অপশনে যান এবং তা নির্বাচন করুন;

২. বাম পাশে সিকিউরিটি বাটন পাবেন, এতে ক্লিক করুন;

৩. একবার সিলেক্ট করার পর ডানদিকে কতগুলো অপশন পাবেন, যার মধ্যে রয়েছে হয়্যার ইউ আর লগড ইন অপশন;

৪. এই অপশনটির পাশে এডিট বাটন পাবেন। এডিট বাটন প্রেস করুন।

৫. এবার আপনি বর্তমান ফেসবুক ব্যবহারের সময়, স্থান ও যন্ত্রের ধরন প্রভৃতি লগ পাবেন। প্রতিটি অপশনের পাশে এন্ড অ্যাক্টিভিটি নামের বাটন পাবেন। যে যন্ত্র থেকে লগ আউট করতে চান, তা এন্ড অ্যাক্টিভিটি বাটনটিতে চাপ দিয়ে লগ আউট করতে পারবেন

৬. আগে যতগুলো ডিভাইসে লগ ইন করা ছিল, এখান থেকে তা বন্ধ করে দিতে পারবেন।

সব খবর / ঢাকা / ২৯ মার্চ ২০১৮ / আসাদলিমন