স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রীবাহী লঞ্চের সাথে ফেরির লঞ্চের সংঘর্ষে ৬ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আশরাফুল আলম জানান, রাতে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় রেজোয়ান নামের একটি লঞ্চের সাথে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামের একটি ফেরির সংঘর্ষ হয়। এসময় এক যাত্রী পানিতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা তাকে জীবিত উদ্ধার করে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান সব খবরকে জানান, ফেরি ও লঞ্চের সংর্ঘষে পানিতে পড়ে যাওয়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাছাড়া সংঘর্ষের সময় লঞ্চের ৫ যাত্রী আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাদেরকে ফেরিতে করে নদী পাড় করে দেওয়া হবে। এঘটনায় লঞ্চটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৪ জুন ২০১৮/ লিটন