আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে তালেবান জঙ্গিদের গুলিতে আহত হওয়ার প্রায় সাড়ে পাঁচ বছর পর প্রথমবারের মতো নিজ দেশে ফিরেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই।
মেয়েদের শিক্ষা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করায় ২০১২ সালে কিশোরী মালালার মাথায় গুলি করেছিল তালেবান বন্দুকধারীরা। এখন ২০ বছরের মালালা সেই নারী শিক্ষার জন্যই কাজ করে চলেছেন।
ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসীর সঙ্গে মালালার বৈঠক করার কথা রয়েছে।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল একটি ভিডিও সম্প্রচার করেছে যেখানে কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বেনজির ভুট্টো বিমানবন্দরে বাবা-মায়ের সঙ্গে মালালাকে দেখা গেছে।
স্থানীয় সংবাদ মাধ্যমে মালালার এ সফর চার দিনের হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তিনি তার মালালা ফান্ড গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন। তবে মালালা তার নিজ এলাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সোয়াতে যাবেন কি না তা নিশ্চিত নয়।
সব খবর / ঢাকা / ২৯ মার্চ ২০১৮ / লিমন