দুই ইউপি সদস্যর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের দৌলতপুরে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান ও শফিকুর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, আ’লীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইউপি সদস্য সামসুল হক, নাজমা আক্তার, আনোয়ারা বেগম প্রমুখ।
প্রসঙ্গত, গত শনিবার এলজিএসপি প্রকল্পের আওতায় মান্দারতা বাজারে একটি যাত্রী ছাউনি নির্মানের কাজ তদারকির সময় যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও তার সহযোগীদের হামলায় ওই দুই ইউপি সদস্য আহত হন। এঘটনায় আহত ইউপি সদস্য মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাদি হয়ে আবুল কালাম আজাদ, তার ছেলে শুভসহ ৫জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ৪ মার্চ ২০১৮/ লিটন