চার ক্যামেরার ফোন !

প্রযুক্তি ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাজারে আনল ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস ‘ওয়াই নাইন ২০১৮’ মডেলের নতুন স্মার্টফোন।

চার ক্যামেরা, ফুলভিউ ডিসপ্লে ও তিনটি কার্ড স্লটসমৃদ্ধ হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮ মধ্যম বাজেটের তরুণ প্রজন্মের স্মার্টফোন।

দৃষ্টিনন্দন ডিজাইন ও সাশ্রয়ী দামে স্মার্টফোন ব্যবহারে আগ্রহী শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও তরুণ কর্মজীবীদের কথা মাথায় রেখে হুয়াওয়ে ওয়াই নাইন স্মার্টফোনটি বাজারে আনা হয়েছে।

ফোনটিতে রয়েছে ৫.৯ ইঞ্চির হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে যা ১০৮০ বাই ২১৬০ রেজ্যুলেশন সমর্থন করে, ফলে গেমিংয়ে উন্নত অভিজ্ঞতা এবং ঝকঝকে ভিডিও উপভোগ করা যাবে। দুর্দান্ত ছবি তোলার জন্য রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৬ ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। এছাড়া এতে আরো আছে ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম ও ২.৩৬+১.৭ গিগাহার্জের ৬৪ বিট অক্টা-কোর হাইসিলিকন কিরিন ৬৫৯ প্রসেসর।

মাত্র ১৯,৫৯০ টাকায় ক্রয় করা যাবে হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮। এছাড়া গ্রামীণফোন গ্রাহকরা ১৪ দিনের মেয়াদে বিনামূল্যে চার জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে নতুন এ হ্যান্ডসেট ক্রয়ের ক্ষেত্রে।

সব খবর/ ঢাকা/ ৫ এপ্রিল ২০১৮/ লিটন