ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে তাদের জলিলপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে তারেক মন্ডল ও ধনু মিয়ার ছেলে রায়হান মিয়া।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জাহাদুল করিম জানান, শনিবার রাতে জলিলপুর ফায়ার সার্ভিসের সামনে পুলিশের চেকপোষ্টে চেকিং এর সময় তারেক মন্ডল ও রায়হান মিয়ার দেহ তল্লাশি করে ওই পরিমান গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সব খবর/ ঝিনাইদহ/ ১৩ মে ২০১৮/ লিটন