মাহমুদা শিকদার, গাজীপুর : গাজীপুরে হোতাপাড়া এলাকার বৈশাখী আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর উপজেলার হোতাপাড়া ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান, দোতলা হোটেলের পাশে জেনারেটর রুমে প্লাস্টিকের একটি ড্রামে নারীর লাশ ঢুকিয়ে তাতে ঢাকনা দেয়া ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে হত্যার পর লাশটি ড্রামভর্তি করে গুম করার প্রক্রিয়া করা হচ্ছিল। দু’দিন আগে হত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। পুলিশের উপস্থিতি পেয়েই হোটেলের কর্মচারীরা পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, হোটেলটিতে গত দুই বছর যাবত অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। বেশ কয়েকবার নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানও চালিয়ে দন্ডও দিয়েছে।
সব খবর/ গাজীপুর/ ১৯ এপ্রিল ২০১৮/ লিটন