স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের ঘিওরে ঈদ উপলক্ষে গরীব অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।
বুধবার তার নিজ এলাকা ঘিওর উপজেলার খাগ্রাটা গ্রামে তিন হাজার গরীব অসহায় ও দুঃস্থদের মধ্যে নিজস্ব অর্থায়ানে শাড়ি ও লুঙ্গী বিতরন করেন।
তিনি তার নির্বাচনী এলাকা ঘিওর, দৌলতপুর ও শিবালয়ে ঈদ উপলক্ষে ৩০ হাজার গরীব অসহায় ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন কর্মসূচি হাতে নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন এএম নাঈমুর রহমান দুর্জয় এমপির মা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নিনা রহমান, তার সহর্ধমিনী হ্যাপী রহমান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আ‘লীগ নেতা মহিদুর রহমান সূর্য, জেলা পরিষদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জনি, সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান অনি।
এসময় নাঈমুর রহমন দুর্জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়াতে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন দুর্যোগ মুর্হুতে আমরা তার নির্দেশ পালন করেছি। সামনে আসছে ঈদ। এই ঈদেও যেন কিছুটা হলেও অসহায়রা একটু ঈদের খুশি উপভোগ করতে পারেন সে কারনেই আমাদের ক্ষুদ্র প্রচেস্টা।
সব খবর/ মানিকগঞ্জ/ ৩০ মে ২০১৮/ লিটন