অমর্ত্য সেনের আলোচিত তথ্যচিত্র

বিনোদন ডেস্ক: মুক্তি পাচ্ছে অমর্ত্য সেনকে নিয়ে আলোচিত তথ্যচিত্র ‘দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান’। নিছকই ছবি রিলিজ নয়। বরং কলকাতার জন্যও একটা পরীক্ষাও। পরিচালক সুমন ঘোষ খানিকটা সে-ভাবেই বিষয়টা দেখছেন।

তথ্যচিত্রটি মুক্তির আগে অনেকে মনে করছেন হয়তো আলোচিত হবে, কিন্তু ব্যবসায়িকভাবে কতটা লাভবান হবেন? কলকাতার ইতিহাসবিদ জহর সরকার প্রিমিয়ারে দেখে মন্তব্য করেছেন,‘ বৌদ্ধ দর্শন নিয়ে রাজা মিলিন্দের প্রশ্নমালা বা প্লেটো, অ্যারিস্টটলের সংলাপ-ভিত্তিক সাহিত্যকর্মের কথা। অমর্ত্য এবং তাঁর যশস্বী ছাত্র কৌশিক বসুর আলাপচারিতাই ছবিটির সুর বেঁধে দিয়েছে। কিন্তু এক ঘণ্টার সাক্ষাৎকার-ভিত্তিক ছবি দেখতে কতটা সাড়া দেবেন সাধারণ দর্শক?

পরিচালক সুমন হেসে বলেন,‘ দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতার ঝোঁকটা জরিপ করছি। বিদেশে স্বীকৃতির পরে রামমোহন, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সত্যজিৎ কাউকেই বাঙালি ফেরায়নি। অমর্ত্যই বা কেন ব্যতিক্রম হবেন?’’ তবে এ ছবি দেখলেই মননশীলতার পরীক্ষায় বাঙালি উতরে গেল বলতে রাজি নন আর এক সুলেখক, চিন্তাশীল বাঙালি স্বপন দাশগুপ্ত।

বিজেপির সদস্য স্বপনবাবু এ ক্ষেত্রে অমর্ত্য সেনের ভারতবীক্ষা নিয়ে তর্কে যাচ্ছেন না। ‘‘ভারতে সংস্কৃতির বহু স্বর বা কনটেস্ট অব আইডিয়াজ মেনে নিলেও, বাংলায় ভিন্ন মতের টক্কর কই?’’ স্বপনবাবুর পর্যবেক্ষণ, ‘এখানে একপেশে বাম ঝোঁক ভরপুর ঐকমত্যই প্রকট। তবে বলা যায় না, সেটাও হয়তো পাল্টে যাবে!’

সব খবর/ঢাকা/৯ মার্চ ২০১৮/সোহেল