হজে গমনেচ্ছু যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে থেকে গমনেচ্ছু হজ্জ যাত্রীদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা  শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগীতায় মানিকগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে।

এতে ইফামার উপ- পরিচালক ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আব্দুল মোতিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বাবুল মিয়া, ইফামার ফিল্ড অফিসার মো. মুরছাল প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় ২০১৮ সালে মানিকগঞ্জ জেলা থেকে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুক ৫১৩ জন যাত্রীরা ২ দিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিবেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ২২ জুন ২০১৮/ লিটন