সিংগাইরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচী

সোহেল হোসাইন : চাকুরী জাতীয়করণের দাবীতে মানিকগঞ্জের সিংগাইরে অবস্থান কর্মসূচী পালন করেছে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাররা।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

তিনদিন ব্যাপী কর্মসূচির প্রথমদিনে উপজেলার ৩০ জন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার অংশ নেয়। এ সময় উপজেলার সংগঠনের সভাপতি মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন সহ-সভাপতি কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইমু সুলতানা, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, কোষাধ্যক্ষ মোঃ সানোয়ার হোসেন।

বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা স্বাস্থ্যসেবাকে মানুষের দোড় গোড়ায় পৌছে দিয়ে এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিরা সব সময় নিরলস ভাবে দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা প্রদান করে চলছে। কমিউনিটি ক্লিনিকের সেবা বন্ধ রেখে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আগামী ২২ জানুয়ারী পর্যন্ত উপজেলায় ও ২৩ জানুয়ারী জেলায় এই কর্মসূচী চলবে। অবিলম্বে সরকার চাকরি জাতীয়করণের ঘোষণা না দিলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

পরে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি আদায়ের স্বারকলিপি তুলে দেওয়া হয়।

সব খবর/  মানিকগঞ্জ/ সিংগাইর/ ২০ জানুয়ারি ২০১৮/ লিটন