বিশ্ব ব্যাংকের বৃত্তি পেল প্রায় ৭ শত শিক্ষার্থী

জাহিদুল হক চন্দন : বিশ্ব ব্যাংকের অর্থায়নে মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউট এর ৬ শত ৯৪ জন শিক্ষার্থীর মাঝে স্কিলস্ এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর আওতায় বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউট মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিঃ মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড শাখার ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, রাইজিং গ্রুপের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ সায়েদুল ইসলাম, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নির্মল চন্দ্র শিকদার, মানিকগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবতী, সহ-সম্পাদক শহিদুল ইসলাম সুজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন।

প্রতি ৬ মাস অন্তর প্রত্যেক শিক্ষার্থী ৪ হাজার ৮ শত টাকা করে ৪ বছর এই বৃত্তি পাবে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৩ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন