প্রতিটি এলাকায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া হবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দুর্গম এলাকার কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। বিদ্যুতের মতো স্বাস্থ্য সেবাও প্রতিটি এলাকায় পৌঁছে দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের যতগুলো সেবা প্রতিষ্ঠান আছে সবগুলো পর্যায়ক্রমে মানিকগঞ্জে করা হবে। জনগন সচেতন হওয়ার পাশাপাশি মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধের কারণে আমাদের গড় আয়ু বেড়ে দাড়িয়েছে ৭২ বছর। প্রতিবেশী অনেক দেশের চাইতে আমাদের স্বাস্থ্য বিভাগ অনেক উন্নত।

শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলা ভগবানপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন খুরশিদ আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবেদা খাতুন, আটিগ্রাম ইউপি চেয়ারম্যান নূরে আলম সরকার, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে জাহিদ মালেক স্বপন আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করেন। সেই সাথে আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নের মাঝামাঝি স্থানে নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসাপাতাল নির্মাণের ঘোষনা দেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৭ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন