পাবনায় ঘুষের টাকাসহ সাব-রেজিষ্ট্রার আটক

পার্থ হাসান, পাবনা : পাবনার আটঘরিয়া উপজেলা সাব-রেজিষ্ট্রার ইশরাত জাহানসহ দুইজনকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।

মঙ্গলবার সন্ধ্যায় আটঘরিয়া উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

দুদক পাবনা অঞ্চলের উপ পরিচালক আবু বকর সিদ্দিক জানান, চারটি সাফ কাবলা দলিল নিষ্পত্তির বিনিময়ে আটঘরিয়া উপজেলা সাব-রেজিষ্ট্রার ইশরাত জাহান ১৪ হাজার টাকা ঘুষ দাবী করেন। ঘুষের টাকা না দেওয়ায় দলিল নিষ্পত্তি না করে অভিযোগকারীকে ঘুরাতে থাকে সাব রেজিষ্ট্রার। পরে তারা বিষয়টি দুদককে অবহিত করেন। দুদকের দেয়া পরামর্শ মোতাবেক মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সাব রেজিষ্ট্রারের দাবীকৃত টাকা প্রদান করেন অভিযোগকারী।

এ সময় দুদক পাবনা অঞ্চলের একটি অভিযানিক দল আটঘরিয়া উপজেলা সাব রেজিষ্ট্রার কর্যালয়ে অভিযান চালিয়ে নগদ ১৪ হাজার টাকাসহ আটক করে। একই ধরনের অভিযোগে ৫০ হাজার টাকাসহ মহুরী আশরাফুল আলমকেও আটক করেন তারা।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।

তবে, অভিযুক্ত সাব রেজিষ্ট্রার ইশরাত জাহান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবী করেছেন।

সব খবর/ পাবনা/ ১০ জুন ২০১৮/ লিটন