দুই মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদের অভিযোগে করা পৃথক মানহানির দুই মামলায় তার জামিন নামঞ্জুর করা হয়।

আদালত একই সঙ্গে মামলা দুটির পরবর্তী শুনানির জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালত মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন মামলায় জামিন নামঞ্জুর করেন। আর ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগের মামলায় জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ২১ জুন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালনের মামলা আর ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগের মামলার জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে খালেদার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও রাষ্ট্রপক্ষে মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু উপস্থিত ছিলেন।

এর আগে ২৫ এপ্রিল খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া তার জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেন।

সব খবর/ ঢাকা/ ৫ জুলাই ২০১৮/ নিউজ ডেস্ক