দক্ষ খেলোয়াড় গঠনে এমপি দুর্জয়ের আহবান

কামরুল হাসান খান: গ্রাম পর্যায়ে দক্ষ খেলোয়াড় গঠনে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি ক্রিকেট স্টেডিয়াম স্থাপিত হচ্ছে। এর সফল বাস্তবায়নে সকলকে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।

শনিবার দুপুরে মানিকগঞ্জের ঘিওরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভেন্যু পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতাকর্মী সমর্থক ও সমাজ সচেতন ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে তিনি এ আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি, প্রকল্প পরিচালক হাসান সারোয়ার সহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্মকর্তাগন, আ’লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকল আব্দুল আলীম মিন্টুর সভাপতিত্বে বিসিবি’র এই পরিচালক বলেন, বর্তমান সরকার ক্রিকেটের মানোন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা রক্ষায় জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীরৃঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।

পরে অতিথিরা মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভেন্যূ পরিদর্শন করেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৯ মে ২০১৮/ লিটন