কাটার মোস্তাফিজের আইপিএল

সব খবর ডেস্ক :  ২০১৬ সালে আইপিএলে অভিষেক ঘটে মোস্তাফিজের। সেবার সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রাখেন অগ্রণী ভূমিকা। পরের বছরও অরেঞ্জ আর্মিদের হয়ে খেলেন। তবে ম্যাচ খেলার সুযোগ পান মাত্র একটি।

চলতি মৌসুমে তাকে ছেড়ে দেয় তারা। সুযোগটি লুফে নেয় মুম্বাই। ২ কোটি ২০ লাখ রুপিতে দ্য ফিজকে ডেরায় ভেড়ায় দলটি। তাদের হয়ে মাঠে নেমেছেন সাত ম্যাচে। শিকার করেছেন সাত উইকেট।

মুম্বাইয়ের প্রথম ছয় ম্যাচের সব কটিতেই একাদশে ছিলেন মোস্তাফিজ। এর পর দলের বাইরে ছিলেন সাত ম্যাচ। ফ্র্যাঞ্চাইজিটির শেষ ম্যাচে মিশেল ম্যাক্লেনাঘান চোট পেলে ফের একাদশে জায়গা পান টাইগার বোলিং বিস্ময়।

সব মিলিয়ে সাত ম্যাচে মোস্তাফিজ হাত ঘোরান ২৭.৩ ওভার। মোট রান দিয়েছেন ২৩০, যা ওভারপ্রতি গড়ে ৮.৩৬, স্ট্রাইক রেট ২৩.৫৭, ইকোনমি ৮.৩৬। এবারের আসরে তার সেরা বোলিং ফিগার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, ২৪/৩। সবচেয়ে বাজে পারফরম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে, ৫৫/০।

একনজরে মোস্তাফিজের পারফরম্যান্স

* প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, ৩.৫ ওভারে ৩৯ রানের বিনিময়ে শিকার ১ উইকেট।

* প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, ৪ ওভারে ২৪ রান খরচায় নেন ৩ উইকেট।

* প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস, ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট।

* প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৪ ওভারে ৫৫ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

* প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস, ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে নেন ১ উইকেট।

* প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, ৩.৪ ওভারে ১৮ রান দিয়ে ঝুলিতে ভরেন ১ উইকেট।

* প্রতিপক্ষ দিল্লী ডেয়ারডেভিলস, ৪ ওভারে ৩৪ রানে পান ১ উইকেট।

 

সব খবর/ ঢাকা/ ২১ মে ২০১৮/ লিটন