আইপিএল কবে থেকে শুরু হতে পারে, জানাল বিসিসিআই

বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। ভারতের এই টুর্নামেন্টে বাড়তি নজর থাকে ক্রিকেটপ্রেমীদের। তারকা ক্রিকেটার, উন্নত সম্প্রচার, দারুণ উইকেট, দর্শকদের উপস্থিতি সবকিছু মিলিয়ে আইপিএল যেন এক বাড়তি উন্মাদনা তৈরি করে সমর্থকদের মধ্যে।

এরই মাঝে ২০২৪ আইপিএলের দামামা বাজতে শুরু করে দিয়েছে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হইবে আইপিএলের আসন্ন আসরের নিলাম। সেই নিলামের আগেই কবে থেকে মাঠে গড়াতে পারে আইপিএল তা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

বিসিসিআই সচিব জয় শাহ জানান, মার্চের শেষ সপ্তাহে পর্দা উঠবে আইপিএলের, যা শেষ হবে মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহে। একই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে নারী আইপিএল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

১৯ ডিসেম্বরের নিলামে দলগুলো ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে, যার মধ্যে সর্বোচ্চ ৩০ জন হতে পারবে বিদেশি ক্রিকেটার। এবারই প্রথম আইপিএলের নিলাম হবে ভারতের বাইরে।

মার্চ-এপ্রিলে ভারতে লোকসভার নির্বাচন থাকায় তার আগেই নারী আইপিএল আয়োজন শেষ করতে চায় বিসিসিআই। এরপর মার্চের শেষ সপ্তাহে শুরু করতে চায় ২০২৪ আইপিএল।