
চট্টগ্রামের এক আবাসিক হোটেলের ম্যানেজারসহ পাঁচজনকে ব্যক্তিকে আটক করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার বিকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন তাদের ছবি নিজের ফেইসবুকে পোস্ট দিয়ে বলেন, ওরা পাঁচজনই মাদকের সাথে জড়িত। এদের কেউ ইয়াবাসেবী আর কেউ ব্যবসায়ী।
বৃহস্পতিবার দিনগত রাতে নগরের রিয়াজউদ্দিন বাজারের আর.এস রোডের শ্যামলী আবাসিক হোটেলে এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করার কথা জানান তিনি।
আটকদের মধ্যে রয়েছে, মো. শাহ আলম (৫২), মো. বদিউল আলম (৩৫), মো. অলি (২০), মো. আনোয়ার সাহাদাত (৪০) ও কামাল উদ্দিন আহমেদ (৬৫)।
আটককৃতদের মধ্যে শাহ আলম ওই হোটেলের ম্যানেজার বলে জানানো হয়। আর কামাল পুলিশের কাছে নিজেকে সেই হোটেলটির মালিক পরিচয় দেয়ার কথা জানায় অন্য তিনজন হোটেলটিতে মাদক সেবনের জন্য জড়ো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করার দাবি করছে পুলিশ।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, সোর্সের মাধ্যমে খবর পেয়ে রাতে হোটেলটিতে অভিযান চালানো হয়। ওই সময় হোটেলের একটি কক্ষে তিন ব্যক্তিকে দেখে তাদের অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। কিন্তু তারা কোন সদুত্তর দিতে না পারায় হোটেলের বর্ডার রেজিস্ট্রারে তাদের নাম-পরিচয় আছে কিনা দেখা হয়। সেখানেও তাদের কোন রেকর্ড পাওয়া যায়নি।
পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের মুখে ম্যানেজার শাহ আলম স্বীকার করেন যে, হোটেলে ইয়াবা সেবনের সুযোগ করে দিয়ে আসছিলেন তারা। একইসাথে ইয়াবাসেবীদের কাছে ইয়াবাও বিক্রি করতেন। আর শাহ আলমকে এসব মাদক সরবরাহ করে আসছিল হোটেল মালিক পরিচয় দেয়া সেই কামাল।