হরিরামপুরে  শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের হরিরামপুরে চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা, কলম বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলার সুতালড়ী ইউনিয়নের ডুবাইল, সুলতালড়ী, পূর্ব আজিমপুর ও রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ছয়শ শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের পরিচালক মাহবুবুল হক সুমন, বিশিষ্ট সমাজ সেবক ডা. সালমুন নাহার রিমু, সংগঠক লিমা, রফিক, নবীন, রাসেল, শাকিল, উৎসব, রুবেলসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ৮ জানুয়ারি ২০১৮/ চন্দন/ লিটন