স্টাফ রিপোর্টার : উন্নয়ন মেলা উপলক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে ফুটবল ও সিংগাইরে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হরিরামপুর উপজেলা দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পরে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এদিকে, সিংগাইরের গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার নুরুল ইসলাম জানান, উন্নয়ন মেলা উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তিনদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সাতটি উপজেলায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পাশাপাশি কয়েকটি স্থানে মাস ব্যাপী ক্রীড়া প্রশিক্ষণেরও উদ্বোধন করা হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৩ জানুয়ারি ২০১৭/ লিটন