সিনেট নির্বাচন: জাতীয়তাবাদী পরিষদের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের মনোনীত প্যানেল পরিচিতি সভা মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু ক্যাফে এন্ড রেস্টুরেন্ট অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সিনেটের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল বরিশালের সহকারী অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবীর, যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক তোজা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরীফ ফেরদৌস।

পরিচিতি অনুষ্ঠানে এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতীয়তাবাদী পরিষদের ২৫ জন প্রার্থীকে পরিচিতি করিয়ে দেওয়া হয়।

সব খবর/ মানিকগঞ্জ/ ১০ জানুয়ারি ২০১৮/ লিটন