স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাস্তা-মাানিকনগর সড়কে সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ডাকাত দলের সদস্য ভেটুকে (৩০) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাতকৃত ভেটু বগুড়া জেলার গাবতলী উপজেলার ক্ষীরাপাড়া গ্রামের মোঃ জামালের পুত্র।
সিংগাইর থানা পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বাস্তা-মানিকনগর সড়কের হাতনী চকে এলাকায় ১০ থেকে ১৫ জনের সংঘবন্ধ ডাকাত দল রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শওকত হোসেন বাদলের প্রাইভেটকারের গতি রোধ করে। এ সময় তার গাড়িতে থাকা মনির , নাসির ও ড্রাইভারকে মারধর করে। ওই সময় রাস্তাটির দুই দিক থেকে আসা ২টি মোটর সাইকেল , ৩টি সিএনজি ও একটি মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা , মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ তিন রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ সিএনজি চালকদের সহায়তায় ডাকাত দলের সদস্য ভেটুকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ধরে ফেলে ।
ডাকাতির কবলে পড়া চেয়ারম্যান শওকত হোসেন বাদল বলেন , ইউনিয়ন পরিষদের কাজ শেষে রাতে ঢাকা থেকে বাসায় ফিরছিলাম। হাতনীর চকে চেক পোষ্টে পুলিশ না থাকায় ডাকাতরা এ সুযোগে পরিবহবণে ডাকাতি করে। তিনি আরো অভিযোগ করে বলেন, ওই স্থানে এ ধরণের একাধিক ঘটনা ঘটেই চলছে ।
এ ব্যাপারে সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বলেন, ডাকাতির সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৪ এপ্রিল ২০১৮/ লিটন