সিংগাইরে চার মাদক ব্যবসায়ীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইরে মাদক বিক্রির দায়ে চার মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমান এই রায় দেন।

আদালতে রাজধানীর মিরপুর ১১ নাম্বার এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও ঢাকার নবাবগঞ্জ থানার মৃত ওয়াসেক মিয়া মোহনের ছেলে আসলাম মিয়াকে (৪০) এক বছর করে এবং ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার ফালু মাতাব্বরের ছেলে মীর কাশেম (৬০) এবং সিংগাইরের চান্দহর এলাকার গেদু মিয়ার ছেলে বুলবর আলীকে (৫২) আট মাস করে কারাদন্ড প্রদান করা হয়। এদের কাছ থেকে দেড় কেজি গাজা উদ্ধার করা হয়।

এছাড়াও সাহরাইল এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার জাকের আলীর স্ত্রী বেবি আক্তারকেও আটক করা হয়। বেবি আক্তারের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সিংগাইর উপজেলার সাহরাইল এলাকার একটি মেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সব খবর/ মানিকগঞ্জ/ ২২ মে ২০১৮/ লিটন