স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে সামছুন নাহার কমল স্মৃতি ভলিবল লীগ শুরু হয়েছে।
রোববার বিকেলে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই লীগের উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন।
বিকেল সাড়ে তিনটার দিকে প্রথম খেলা শুরু হয়। এতে মানিকগঞ্জ সিটি ক্লাব ও বেতিলা পল্লী সেবক সংঘ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় সিটি ক্লাব পল্লী সেবক সংঘকে হারিয়ে বিজয়ী হয়। এর পর বিকেল সাড়ে চারটার দিকে সাধন সংঘ ও বন্ধু একাদশ-এর মধ্যে খেলা শুরু হয়। এই খেলায় বন্ধু একাদশ বিজয়ী হয়।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এই ভলিবল লীগের আয়োজন করে। উদ্বোধনী খেলায় খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ক্রীড়া অফিসার নুরুল ইসলাম, ভলিবল উপ-কমিটির আহবায়ক বাসুদেব সাহা, মরহুম সামছুন নাহারের ছেলে শাহনেওয়াজ, মেয়ে ডা. নাজমুন নাহার উপস্থিত ছিলেন। এই লীগে জেলার ১২টি দল অংশগ্রহণ করবে। প্রতিদিন চারটি দলের মধ্যে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৮ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন