স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের মুন্সিচড় পশ্চিমপাড়া আতিয়ানূর শাহী জামে মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ওই মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গুলশান কর্মাস কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুল রাজ্জাক খান (রানা), বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক হোসেন, সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম, মসজিদের সভাপতি আব্দুর রহমান (মরণ) বেপারি।
ওয়াজ করেন মাওলানা মো. জহিরুল ইসলাম শাহনূরী এবং মাওলানা মো. আব্দুল কাদের।
সব খবর/ মানিকগঞ্জ/ ১০ মার্চ ২০১৮/ লিটন