স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহতি এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রেসব্রিফিং মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।
সভায় জেলা তথ্য অফিসার আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও সাবেক সভাপতি সুরুয খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বর্তমান সরকারের আমলে মানিকগঞ্জের সকল প্রকার উন্নয়ন কাজের চিত্র তুলে ধরা হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৩ মে ২০১৮/ লিটন