শহিদুল ইসলাম, শিবালয় : শিবালয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন ইউএনও মেহেদী হাসান।
উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, ভাইস-চেয়ারম্যান আলী আহসান মিঠু ও তাহমিনা আক্তার লতা, আ’লীগ সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, পুলিশ ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিসার সাবেরা সুলতানা জানান, উপজেলার ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দু’গ্রুপের এ টুর্নামেন্টে অংশ নেয়।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে পুরান পয়লা সরকারী প্রাথমিক বিদ্যালয় দল মালুচী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টে উপজেলা কেন্দ্রীয় আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মহাদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ১২ জুলাই ২০১৮/ নিউজ ডেস্ক