শিবালয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : ঘর থেকে ডেকে নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার মধ্যরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছোট বুতুনী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম (৩৫) ওই গ্রামের সৌদিআরব প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত আজাদ হোসেন পাশ্ববর্তী বিলবরইল গ্রামের মনোয়ার উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে আয়েশার সাথে ছোট বুতুনী গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে নজরুলের সাথে ২২ বছর আগে বিয়ে হয়। স্বামী গত বছরের মে মাসে ৭ লাখ টাকা ধার-দেনা করে সৌদি আরবে পাড়ি জমায়। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে আয়েশার খুব একটা মিল ছিল না।

আয়েশা অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে মবিনকে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। ১২ বছর বয়সী মেয়ে সোহানা আক্তার একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে।

আয়েশা বেগমের ছেলে মবিন জানায়, পার্শ্ববর্তী বিলবরইল গ্রামের মনোর উদ্দিন বারন বেপারীর ছেলে আজাদ (৪০) রাত একটায় তার মাকে ঘর থেকে জোড় করে টেনে হেচড়ে বাইরে নিয়ে যায় এবং ঘরের বাইরে সিকল লাগিয়ে দেয়। এরপর, তার মাকে বাড়ীর পাশের একটি পরিত্যক্ত স্থানে মৃতপ্রায় অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, আয়েশার সাথে আজাদের পরকীয়ার সম্পর্ক ছিল বলে জানা গেছে। গতরাতে আজাদ তাকে বাড়ি থেকে জোড় করে বাইরে নিয়ে য়ায়। পরে বিষয়টি জানাজানি হবে জেনে আজাদ তাকে হত্যা করতে পারে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার জানান, এ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতলে মর্গে রাখা আছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে তিনি আরো জানান।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৭ মে ২০১৮/ লিটন