লেম্যানের পদত্যাগ

খেলাধুলা ডেস্ক : বল টেম্পারিংয়ের ঘটনায় পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। বৃহস্পতিবার বিকেলে  দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে শেষবারের মতো তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া দলকে তত্ত্বাবধান করবেন।

অস্ট্রেলিয়া দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০১৯ সালের অ্যাশেজ সিরিজ পর্যন্ত। কিন্তু কেপটাউনে বল টেম্পারিংয়ের ঘটনায় ঝড় ওঠার পর তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।  যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তিনি দোষী সাব্যস্ত হননি। কিন্তু পরিস্থিতির ব্যপ্তি ও খেলোয়াড়দের শাস্তির বিষয়টি তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

লেম্যান বলেন, ‘যারা ড্রেসিং রুমে বসে থাকে তারা জানে প্রিয়জনের কাছে যাওয়ার পথ কতদূর। আসলে আমি আমার পরিবারের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। তবে খেলোয়াড়দের বিদায় বলাটা হবে সবচেয়ে কঠিন কাজ। যেটা আমাকে করতে হবে।গেল কিছুদিন ধরেই আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এ বিষয়ে। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

সব খবর / ঢাকা / ২৯ মার্চ ২০১৮ / লিমন