রাবাদা ভাগ বসালেন ওয়াকারের রেকর্ডে

খেলা: প্রথম ইনিংসে ১৮ বলে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন প্রোটিয়া এ তারকা।

দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনে রাবাদা পেয়েছেন ৬ উইকেট। আর সব মিলিয়ে এলিজাবেথ টেস্টে ১১ উইকেট শিকার তার। এর মধ্য দিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনুসের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রাবাদা।

২৩ বছর বয়সে পা রাখার আগে টেস্টে ৪ বার ১০ বা তার বেশি পেয়েছিলেন ওয়াকার। এবার ২২ বছর ২৯১ দিনে টেস্টে ৪ বার ১০ বা তার বেশি উইকেট নিয়ে কিংবদন্তি ওয়াকারের পাশে দাঁড়ালেন রাবাদা।

এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে ২৪৩ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ভর করে ৩৮২ রান করে দক্ষিণ আফ্রিকা। এবার দ্বিতীয় ইনিংসেও রাবাদার দাপটে বড় ইনিংস গড়তে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

২৩৯ রানে গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস। দক্ষিণ আফ্রিকা জয়ের সুবাদ পাচ্ছে। ১০১ রানের টার্গেটে ব্যাটিং করছে তারা।