রাজশাহীতে এমপি ফারুক চৌধুরীর সাথে সাংবাদিকদের মত বিনিময়

>মোঃ শামসুল ইসলাম, রাজশাহী : তানোর-গোদাগাড়ীর উন্নয়নের রূপকার রাজশাহী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক শিল্প প্রতিমন্ত্রী রাজশাহী-১আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এমটিএন প্রেসক্লাবের সাংবাদিকরা।
বৃহস্পতিবার  প্রেসক্লাব মিলনায়তনে এক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ তানোর উপজেলা প্রতিনিধি ও প্রতিষ্ঠাতা এম টি এন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমীন খন্দকার,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী বিভাগিয় আহবায়ক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ আবু কাউসার মাখন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী বিভাগের যুগ্ন-আহবায়ক ও দৈনিক মাতৃছায়ার রাজশাহী প্রতিনিধি মোঃ শামসুল ইসলাম , সহ-সম্পাদক ক্রাইম নিউজ ২৪.নেট ও দৈনিক ডেসটিনির মোঃ আলাউদ্দীন মন্ডল, দৈনিক মুক্ত জমিন ও ক্রাইম নিউজ ২৪.নেট নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ আব্দুলল মজিদ সম্রাট, আনন্দ টিভির মোঃ রেজাউন নবী চঞ্চল, দৈনিক সোনার দেশের মোস্তারী জাহান লাভলী , চ্যানেল এস ও দৈনিক মানব জমিন তানোর উপজেলা প্রতিনিধি মোঃ জুয়েল তাজ, দৈনিক ভোরের কাগজের নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি এস এ সাগর দাস , দৈনিক প্রথম ভোর ও স্বদেশ বার্তার নওগাঁ জেলা প্রতিনিধি আলমঙ্গীর হোসেন, এক্সপ্রেস টাইমস্ ২৪ ডট কম তানোর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান, সাপ্তাহিক গনদৃষ্টির তাজমুল ইসলাম তাজ, ন্যাসনাল ক্রাইম অবজার ভীশনের মেসকে আলম সিদ্দিকী বুলেট, দৈনিক প্রানের বাংলাদেশের ফটো সাংবাদিক তানোর উপজেলা সুভ্রত সরকার , মুক্ত জমিনের নিয়ামতপুর প্রতিনিধি সুশান্ত কুমার শান্ত , স্বাধীন বাংলার নিয়ামতপুর প্রতিনিধি মোঃ নাসির সরদার, দৈনিক প্রানের বাংলাদেশের নিয়ামতপুর প্রতিনিধি মোঃ সুজন, আব্দুস সামাদ,এম টি এন প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য  মোসাঃ জ্যোৎস্নারা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় এমপি ওমর ফারুক চৌধুরী সাংবাদিকের সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন সেই সাথে সকল সংবাদকর্মীদের সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করেন।
সব খবর/রাজশাহী/ ১৪ জুন ২০১৮/ লিটন