ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত এক

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহতের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

শুক্রবার মধ্যরাতে জেলার ফুলপুরে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজি।

তিনি জানান, গত ২৪ মার্চ ফুলপুরে একদল ডাকাত অটোচালক জহিরুল হককে হত্যা করে। এসময় তার সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে যায়।

পুলিশ ওই মামলার আসামি শাওনকে গ্রেফতার করে। শাওন আদালতে মেজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবাববন্দি দেয়। পরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শুক্রবার দিবাগত রাতে ফুলপুরের সাহাপুরে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওনের সহযোগীরা গুলি ছুড়ে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে ডাকাত দলের অজ্ঞাত পরিচয়ের এক সদস্য নিহত হয়।

তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সব খবর/ ঢাকা/ ২১ এপ্রিল ২০১৮/ লিটন