স্টাফ রিপোর্টার : ঐহিত্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।
সভার শুরুতেই সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্ত্তী। এসময় প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রয়াত আবুল কালাম বিশ্বাস ও প্রেসক্লাবের সম্মানিত দাতা সদস্য আফরোজা খান রিতার বাবা সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুর আত্নার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাবের আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ শাহীন তারেক।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, আহমেদ সাব্বির সোহেল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির, কার্যনির্বাহী সদস্য আব্দুল মোমিন প্রমুখ বক্তব্য রাখেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ৩০ জুন ২০১৮/ লিটন