মানিকগঞ্জে ১৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান জানান, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১৭০ গ্রাম গাঁজা, ৪৬ গ্রাম হেরোইন এবং ২৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার হামিদুর।

সব খবর/ ১৩ জুলাই ২০১৮/ এএএল