স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকা থেকে ইয়াবাসহ স্বপন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে জাগির ইউনিয় পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্বপন মিয়া ওই এলাকার ফজলুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বপনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার মুল্য প্রায় ৩০ হাজার টাকা। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ৪ জুন ২০১৮/ লিটন