মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৯

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় আটক ব্যক্তিদের নিকট থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত পৃথক অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার হামিদুর রহমান জানান, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

এসময় আটক ব্যক্তিদের নিকট থেকে ১৬৫ গ্রাম গাঁজা, দেশী মদ ১ লিটার এবং ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানায় ২৪ জন এবং সিআর পরোয়ানায় ১৯ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

সব খবর/ মানিকগঞ্জ/ ৬ জুন ২০১৮/ লিটন