জাহিদুল হক চন্দন : মানিকগঞ্জের গড়পাড়ায় ডাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ব্র্যাক ফিড এন্ড এ্যাগ্রো এন্টারপ্রাইজ প্যাসিফিক-২২৪ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে চাষীদের ভুট্টা চাষের বিভিন্ন কলাকৌশল ও চাষাবাদের নিয়মের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
এ সময় মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাকের প্রোডাক্ট ম্যানেজার (মাইক্রো নিউট্রিয়েন্ট) কৃষিবিদ মো: হারুন অর রশিদ,আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল সেলস ম্যানেজার মনোসিজ কুমার মন্ডল, সিনিয়র অফিসার সেলস কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন, কৃষিবিদ আওলাদ হোসেন, ব্রাকের বীজ ডিলার জিল্লুর রহমান মুকুল।
আলোচনা অনুষ্ঠানে দুই শতাধিক চাষী অংশ গ্রহন করে।
আলোচনা অনুষ্ঠানের আগে ব্র্যাকের প্রতিনিধি দল ডাউলি গ্রামের আর্শেদ আলীর ক্ষেত পরিদর্শন করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ১২ জুলাই ২০১৮/ এএএল